Shohorer Upokotha : মুক্তি পেল শহরের উপকথা
দীর্ঘ অপেক্ষা। মুক্তি পেল বাদল সরকারের বাকী ইতিহাস নাটক অবলম্বলে বাপ্পার নির্মিত পূর্ণদৈর্ঘ্যের ছবি শহরের উপকথা। ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন পরিচালক, অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে অন্যান্য কলাকুশলীরা। প্রিমিয়ারে পরিচালক বাপ্পা জানালেন,আজ প্রথম দিন। যতদিন না পর্যন্ত দর্শকদের কাছে ছবিটা ছড়িয়ে পড়ে একটা টেনশন তো থাকেই। তবে ভালো লাগছে। সবাই প্রশংসা করছে। বাদল সরকারের চরিত্রে এই ছবিতে দেখা যাবে শুভাশিস মুখোপাধ্যায়কে। তিনি জানালেন,খুবই ভালো লাগছে। একটা উত্তেজনা আছে। আবার ভয়ও কাজ করছে। দর্শকরা কিভাবে নেবেন। নাটক থেকে সিনেমা। যেটা বাংলা সিনেমায় সচরাচর হয়না। পরিচালকের প্রথম ছবি, প্রযোজকের প্রথম ছবি, আমি বাদল সরকারের চরিত্র রূপদান করছি। সব মিলিয়ে বড় একটা উত্তেজনা। অভিনেতা জয় সেনগুপ্ত জানালেন, প্রত্যেক অভিনেতা এমন একটা কাজ করতে চায় যেটা করে তার স্যাটিসফেকশন লেভেল অনেক হাই হবে এবং এমন একটা কাজ করবে যেটা আজকে নয়, কালকে নয়, পরশু এবং তার পরে মনে রাখবে। এই ছবিটা দর্শক মনে রাখবে। এই ছবিতে যা বলা হচ্ছে, যেভাবে বলা হচ্ছে সেটা কোনোভাবে সিনেমার ল্যাঙ্গোয়েজকে, নাটকের ল্যাঙ্গোয়েজকে, সাহিত্যের ল্যাঙ্গোয়েজকে, অভিনয়ের ল্যাঙ্গোয়েজকে একটা অন্য মাত্রা দিয়েছে।